স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোকাল হেলথ বুলেটিন এবং কেন্দ্রীয় হেলথ বুলেটিন এই দুই ধরণের হেলথ বুলেটিন প্রকাশ করা হয়।
লোকাল হেলথ বুলেটিন দেশের সকল সরকারী হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য অফিস (প্রায় ৫৫০ হাসপাতাল ও প্রতিষ্ঠান) কর্তৃক প্রকাশ করা হয়। একটি চমৎকার উদ্ভাবনীমূলক সফটওয়্যারের মাধ্যমে এই হেলথ বুলেটিনগুলো অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। স্থানীয়ভাবে তথ্য ও উপাত্ত প্রদান করায় এবং তাৎক্ষ্যিণকভাবে সফটওয়্যারের মাধ্যমে সেগুলো ওয়েব সাইটে প্রকাশিত হয়। এলাকাভিত্তিক স্বাস্থ্য পরিস্থিতি জানার জন্য লোকাল হেলথ বুলেটিনগুলো খুবই সহায়ক। দেখতে হলে ক্লিক করুন এখানে।
কেন্দ্রীয়ভাবে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন একটি বার্ষিক প্রকাশনা। এই প্রকাশনাটি দেশের স্বাস্থ্য পরিস্থিতির একটি হালনাগাদ চিত্র ও বিভিন্ন তথ্য উপাত্ত প্রকাশ করে থাকে। কর্মসূচী- ও প্রতিষ্ঠান-ভিত্তিক তথ্য ও উপাত্ত পেতে হলে এটি একটি অবশ্যপাঠ্য প্রকাশনা। ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এবং এই ওয়েব সাইটে সবগুলোরই সফট কপি পাওয়া যাবে।